ইতি রেখাতে
সমুদ্র অভিযানে গেছে মাছরাঙা বাউল মন
জীবাশ্ম বেঁচে আছে গভীর তলানিতে আশ্চর্য জলে
ডুবরী খুঁজে আনল মুক্ত,বন্ধ শামুকে ঝলমল শুভ্রতা।
ঢেউগুলো বৃষ্টির স্বরলিপিতে মানস কুঞ্জ বিলাসী
ঘূর্ণির ঢেউয়ে ভেঙে পড়েছে ছাদ,রাজপথে ভিখারীর ছদ্মবেশ
সোহাগ সিঁদুর কৌটো ভেঙেছে সর্বনাশা বন্যা
সমুদ্র অভিযানে গেছে মাছরাঙা বাউল মন
অধিকার জন্মেছে গভীর জলে, পূর্বের সূর্য এনেছে তোলে সোহাগ সিঁদুর,ইতি রেখাতে!মাথায় লালের সৌহার্দ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much