দমকা হাওয়া
বাতায়নে চুল মেলেছি
হঠাৎ বুঝি দমকা হাওয়া
ধুলোর ঝড়ে স্নান করালো
বকলে তুমি, এবার হলো!!
আমিও তখন মুখ বাঁকিয়ে
বললাম এবার, বেশ করেছি
ধুলোর ভয়ে খুলবো না কেশ,
এটাই আমায় বলো?
মুচকি হেসে মাথা নেড়ে
উড়িয়ে দিলে সকল খেদই-
পারবো না যে তোমার সাথে
হার মেনেছি এবার হাতটি ধরো।
চুপটি করে কাছে এসে
করতলে এই মুখটি ধরে
অপলকে রইলে চেয়ে
লাজে আমি হই যে জড়সড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much