০৪ ডিসেম্বর ২০২০

মিরান



প্রত্যয়

শ্রাবনের আকাশ, মেঘে ঢাকা তারা,

অন্ধকার নিশিতে আমি পথ হারা।

দিশাহীন যাত্রী আমি,পথ হারা পথিক,

হৃদয় মানসে বেদনার  অগ্নি জ্বালা।


প্রতি পদে পদে শ্বাপদ সংকুল জীবন,

সংকিত মনে শুধুই শংকার, অশনি সংকেত।

উপায়হীন দিকভ্রষ্ট  জীবনে,সহায় সম্বল হারা,

এমনি তিমির রাতে,আকাশের অশ্রুঝরা,

হঠাৎ শমিত ভেঙ্গে, চমকিত আলোর বিস্ফুরনে

ব্রর্জপাতের তুমুল হুংকারে প্রাণে জাগে সাড়া।


ওরে দিগভ্রান্ত পথহারা, কিসের এত ভয়,

জীবনে আছে যত ভয়,যাতনা সংকটময়।

সাহসের সাথে এগিয়ে যাবে, বুকে নিয়ে প্রত্যয়

অপশক্তি অসত্য কুচক্রিরা যতই করুক কৌশল,

সত্য ন্যায় ও শুভ শক্তিরই হবে জয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much