০৪ ডিসেম্বর ২০২০

তৈমুর খান


 শ্রীমতীকে  শেষ চিঠি

শ্রীমতী, তোমাকেই লিখছি, 

দুঃখের দিন, এলোমেলো হাওয়া

ভবিষ্যৎ অন্ধকার 

তোমাকেই আলো ভেবে

সাধনা আমার


এখন আর তাড়া নেই 

মরে যাওয়াও বাঁচা

শ্রীমতী, তোমাকেই বলছি 

না পাওয়া পাওয়া


জীবনটা শূন্য বলেই গোল

যত ইচ্ছে গড়াও 

অথবা দাঁড়াও

আশারও অন্যনাম যাওয়া


শুধু এক চিলতে আকাশ 

আকাশের নিচে একটা বাড়ি

বাড়িতে একটা গাছ 

গাছে দুটি হীরামন পাখি

তার ছায়ায় বসে গল্প করা যায়


শ্রীমতী, গাছও তো নির্জন কোনো নারী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much