আজ না পুরুষ না নারী
যখন সাদা চাদরে ঢেকে দেবে আমায়,তখনো নাক পাবে না মরা পচা মৃত্যুর বীভৎস গন্ধ
কারা পচে যায় যাদের শরীর এই পৃথিবী জেনে নিতে পারেনি!
গন্ধ দাহ হয়ে গেল অনেকেই এভাবে দুরন্ত কাল আজ পরশু,আর কতবার তোমরা শরীর নিয়ে দৌড়াবে
কারো মৃত্যু হলে পৃথিবীই নিথর হয়,ফসলের বদলে তুষ হলে আয়ু যায় যেমন চাষীর
অতীত থেকে শিক্ষা নিয়ে আমি শিশিরকে বলেছি,দাও আমার পদ্ম ফোটায় কিছু বৃষ্টি।
প্রিয় মুখ একটি নয় আমার,চুম্বন দিয়েছি সন্তানে চাঁদফুল প্রিয়ার বলয়ে
সৃষ্টির প্রথমে যে রৌদ্র ছিল সেই অন্তহীন সাগরের ঢেউ এখনো পাখিদের মতো শুদ্ধ সবুজ
সব ঋতুর মৌসুমি হাওয়া এই আমার মা------চিরযৌবন অক্ষত পূবদিক হতে পিতা নিয়ত উর্ধ্বগামী
বলে মরণ হয় না কোনোদিন,জন্মেরই বারবার অমৃত সঞ্চয় হয়
ঘুম এখনই ভাঙবে,কেউ দেহ নষ্ট করো না শকুনি মামার কথায়
মানুষ জাদুঘরের জীব নয় তোমরা বিভৎস রূপে সাজিয়ে রাখবে ইচ্ছেমতো
যুদ্ধে আমি যাবই মাধব।
সাদা চাদরে ঢাকা দাও অথবা কালো,আগুন তো মানুষেরই সৃষ্টি,আমি আসার পরই সে এসেছিল
আমারই নির্বাচিত প্রতিনিধি সে ও তার শিকারি
চিনতে পারো,আমি তার অবৈধ সঙ্গমের লালসায় আহত সেই অম্বা,আজ না পুরুষ না নারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much