০৫ ডিসেম্বর ২০২০

সোহেল রানা




হিংস্র প্রেম

সখী তোমার হৃদয়ের স্পন্দনে বসন্তের পীড়া দেয়। 

সখী তোমারই বিরহে বিরহিনী হয়ে রই সারাক্ষণ। 

তবুও পথ চেয়ে রই, যখন তুমি অন্যকারোর সাথে থাকো। 

ঘরোয়া জীবনের শেষ প্রান্তে এসে তোমার প্রেমেতে লিপ্ত হও। 

নিশীথের অন্ধকারে ডুবে তোমার ভাবনার বিভোর। 

নবপ্রেম নব পথিকে সাথে রও সারাক্ষণ। 

সখী আজও তোমার জন্য পথ চেয়ে রই, 

তোমার হৃদয়ে নব নব খুশির আর্তনাদ, 

তবুও হৃদয়টা স্পর্শ করে দেখো, 

তোমার জন্য জীবনের শ্রেষ্ঠত্ব বিসর্জন করেছি, 

শুধু একটিবারের জন্য ফিরে এসো পিয়া। 

আজ  হিংস্র প্রেমিকের মতো পথ চেয়ে রই, 

সখী তোমার হৃদয়ে আজও বসন্ত বিরাজ করে। 


৩টি মন্তব্য:

thank you so much