স্বপ্ন দেখা নাহি হয়
কতোটুকু জানলে বলা যায়?
তুমি সব টুকু জেনেছো আমায়
তোমার অজানা হাজারো আমির
ভেতর লুকিয়ে আছি এই আমি।
আমি কে? কতোটুকু জানো আমায়?
মুখোশ পরে এক আমি
মুখোশের আড়ালে আরেক আমি,
বাস্তবতায় এক আমি
আবার কল্পনায় আরেক আমি
এই হাজারো আমির গহীন অতলে
হারিয়ে গেছি সেই আমি।
বলা হলো না আর আমার
হৃদয়ের না বলা লুকানো ব্যাথা।
সুখ স্মৃতি হাতড়ে বেড়াই মেলে না কভু
নীল খামে মোড়ানো ভালোবাসার প্রভু,
দেখা যায় না ছোঁয়া যায় না সুধুই অনুভব করা যায়
কিছু ভুল ফুল হয়ে ফুটে আছে হৃদয়ে
কিছু কিছু ভুল রং হয়ে মিশে আছে সাথে।
মেনে নিতে পারিনা মানিয়ে নিতে হয়
তাই তো এখনো স্বপ্ন দেখি বেঁচে আছি তাই
বাঁচার জন্য স্বপ্ন দেখা কভু নাহি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much