দু'নয়নে তোকে স্বপ্নে আঁকি
মানুষ আমি নয়তো গরল
সরল মনে বেসেছি তোকে ভালো,
যদি তুই একটু খানি ভালোবাসা দিস
তবে, ভালোবাসার প্রতিদানের
আশ্বাস নিস।
তোর চোখে আমি কি সে কি তোর অজানা ?
বুক ভরা ভালোবাসায় নেই কোনো কৃপণতা
তুই আমার ভালোবাসার অহংকার।
নিগূঢ় বিশ্বাসে দাঁড়িয়েছি তোর পাশে
আজও আমার স্বপ্নের মতো লাগে!
তোকে আমি মনে প্রাণে বেঁধেছি দু’হাতে
সবুজ জমিনে এঁকেছি দু’নয়নে।
আনমনে যখন একা বসে থাকি
দু’নয়নে তোকে স্বপ্নে আঁকি।
তোর ভালোবাসার ছোঁয়ায়
আমি কল্পনায় মেতে থাকি সারাক্ষণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much