০৫ ডিসেম্বর ২০২০

নজরুল ইসলাম খান


রক্ত ঝড়া জলসা

গুমোট মেঘে বন্দি আকাশ 

আড়ালে তার আলো,

 অশান্ত এই মনের ঘরে

 বয়ে  আঁধার কালো।


বিবেক বন্দি  ভুলের ফাঁদে

পায়না খোঁজে ভাষা,

চতুর মনে বিদ্রোপ  হাসি

উল্লাস তারি নেশা।


পাথর চোখে জমাট বাঁধা 

মিছে সকল মায়া,

বিষাদ  মনে খোয়াব ভাসে 

ধূসর লাগে ছায়া।


স্রোতের তালে নাচে আবার 

বাজে পায়ের মল,

অরাধ্য সেই ভ্রান্তি বিলাস

নিছক তারি ছল।


কালো মেঘের ডানায় মেলে

আঁধার এলো নেমে,

পথের ভুলে বিভুঁই ঘুরে

উচ্ছাস গেলো থেমে।


রক্ত ঝড়ায় ঐ জলসা

অশুভ তার মেলা,

নষ্ট প্রহর কষ্টে পোড়ায় 

চিত্তে দারুণ জ্বালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much