পড়েনা কি মনে
সুখ ছিলো বুকের মাঝে
শান্তি ছিলো মনে,
সেই শান্তি কেড়ে নিলো
অন্য আর এক জনে।
তাই বড় কষ্টে আছি
মনে নাই সুখ,
চোখের জলে নদী হয়ে
ভেসে যায় বুক।
তোমার লাগি কতো কষ্ট
করলাম এই জীবনে,
হায়রে বড় পাষান তুমি
পড়েনা কি মনে।
রোজ বিকেলে বসতে পাশে
মাথা রেখে বুকে,
আমায় ছেড়ে কেমন করে
থাকো তুমি সুখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much