০৫ ডিসেম্বর ২০২০

চৈতালী দে



প্লাসমাইনাস

কালো ! সেদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল

সৌন্দর্যের বিস্তারিত আকাঙ্ক্ষা পূরণে

মধ্য রাতে প্রিয় মানুষটি বলে উঠেছিল 

একি ! তুমি কালো !

তোমার সাথে আমার যায় না

হয় না 

আরো কত কি অজুহাত 

কালো সৌন্দর্যের বর্ণনা করে

সেদিন সেই প্রিয় মানুষটি চলে যায় ....

অন্ধকার ঘরের এক কোণে দাঁড়িয়ে ছিলো

সেদিনের সেই কালো ।


নিজেকে আয়নায় রেখে অনেকক্ষণ দেখে

সুন্দর দেহ

কালো চেহারায় নিজেকে চিনতে কেমন যেন ভুল হয় 

প্লাস মাইনাস হিসেব করে !

অংকের ফল মেলে না

সৌন্দর্য আর কালোর পার্থক্য খোঁজে .....

খোঁজে ব্যতিক্রম  .... ভিন্নতা 

এগিয়ে চলে 

সীমানা ছাড়িয়ে

আকাশ পানে 


জানালার বাইরে সেদিন জোৎস্না ছড়ানো চাঁদের আলো

নিজের প্রিয় মানুষটিকে সে আর খোঁজে না

আজ সে হতে চায় চাতক পাখি

যার দৃষ্টি থাকবে সব সময় ওপরের দিকে !


টোকা পরে জীবনের অন্য এক দরজায়

বাইরেটা বড্ড অন্ধকার 

কে যেন দাঁড়িয়ে 

বলে আমি সেই প্রিয় মানুষ

নিজেকে আলাদা করার প্রয়াস চালাচ্ছি 

অন্যের কাছ থেকে ভিন্ন হবার .....

আজ আমি ব্যর্থ কালো প্রেমিক !


প্লাস মাইনাসের হিসেবে

অংকের ফল মেলে

ইজ ইকুয়াল টু

*অহংকার !

রাতের অন্ধকারে সৌন্দর্য আর কালোর পার্থক্যে

আজ সবাই কেমন সমান .....

এখন শুধু কে আগে আর কে পরে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much