পুরোনো মাঠের দোলা
রক্তাক্ত পায়ে সুদীর্ঘ পথ পেরিয়ে
পুরোনো মাঠের গন্ধে আজও
আমার কুয়াশাচ্ছন্ন আকাশে
আগুনের ফুলকি জ্জ্বলে ওঠে।
কখন যে আকাশের কালো আঁচল
খোলা শরীরে,ভিজিয়ে দিয়ে যায়।
আমার শুকনো ভাঙা উঠোন,আর
রুগ্ন পলেস্তারা। ব্যাথার পিয়ালা থেকে
ভেসে যাচ্ছে স্বর্গে-র পৃথিবী
পুড়ে যাওয়া ঘর।
বহুদিনের কাঙ্ক্ষিত সিঁড়ি ভেঙে
সমস্ত রাত হেঁটে চলেছি নিস্তব্ধ আনমনে,
ফিরে আসবো নতুন চশমা- টানে।
ব্যাথায় কুঁকড়ে যাওয়া ঘর,
পড়ে আছে অন্ধকার টেবিলে।
যদি ভালো লাগে বলবেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much