০৫ ডিসেম্বর ২০২০

ফারাবী আক্তার


নীলাদ্রি

শত সহস্র মাইল 

পথ হেঁটে চলেছি নীলাদ্রি

কখনো এক সেকেন্ডের

জন্যও ভুলিনি,

তোমার আমার 

মনের দূরত্ব ছিলো

বৃদ্ধা আঙ্গুল থেকে 

তর্জনী পর্যন্ত,

শাখা থেকে 

শেকড় যত দূর।

জানো নীলাদ্রি

প্রতিরাতে ঘুম ঘুম চোখে 

জেগে থেকেও 

তোমার উষ্ণতার ছোঁয়া 

পেতে মন ব্যাকুল।

নিঝুম রাতে 

জালানার পাশে থেকে

একটা দীর্ঘশ্বাস ছেড়ে 

নিরবধি একা দাঁড়িয়ে,

খানিকটা কল্পনার রাজ্যে 

বিচরণ করে মন।

পাষাণ্ড পৃথিবী, প্রকৃতি,

আকাশ,চাঁদ-তারা সবই,

তোমার চলে যাওয়া দেখে 

আমায় নিঃস্ব করেছে।

নীলাদ্রী আমার কল্পনা,

প্রেম,রক্তের শিহরণ। 

আমার শূন্য রাজ্যে 

জাগরিত বিস্ফোরণ।

নীলাদ্রি

আর আমি ছিলাম 

এত গভীরে যে,

এক চোখ কাঁদলে 

যেমন অন্য চোখ কাঁদে

ঠিক নীলাদ্রি কাঁদলে 

আমার চোখেও কাঁদতো। 

আমি আগ্নেয়গিরির 

আগুন দেখেনি অতঃপর 

নীলাদ্রির চোখে 

ভালোবাসার আগুন দেখেছি;

শত প্রচেষ্টায়

অপেক্ষার শেষ প্রান্তে এসেও

নীলাদ্রিকে হারালাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much