কত দিন দেখিনা
তোমাকে দেখিনা এক যুগের বেশী সময়,
এত দিনে কত শত গুল্ম লতা হারিয়েছে তাদের জীবন,
কত অফিস আদালত পাল্টিয়েছে তাদের ঠিকানা,
কত প্রেমিক ঝরে গেছে গোলাপের পাপড়ির মত অনাকাঙ্ক্ষিত অনাদরে;
হারানো সময় স্তুপ হয়ে জমে গেছে বরফের সাথে,
মিষ্টি সব আলাপন বাকহীন মানুষের কন্ঠে করেছে নিবাস,
অচল মুদ্রার সাথে শুয়ে আছে আমার সব দামী আবেগ,
রাস্তার মত একা অথচ দারুণ নিপীড়িত এই মন,
শীতের ধূলো গায়ে মেখে গাছের মত উদাসী বাউল,
গোবি মরুভূমির শূন্যতা নিয়ে বিকাল চুষে খায় বৃষ্টির ফোটার মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much