শূন্যতায় পূর্ণ
পৃথিবী নিস্তব্ধ নিরিবিলি
শূন্যতায় আছন্ন চতুর্দিক,
শূন্যতায় পরিপূর্ণ অপূর্ণ হৃদয়
না পাবাদের ভীড়ে,
কূয়াশায় নিমগ্ন ধরার
এই বেলা ভূমিতে।
অতৃপ্ত অন্তর শুধু খুঁজে ফেরে
একরাশ ফুরসাত ,
কখনও চেয়েছি নিজের মতন করে,
পূর্ণতার দলে ভিড়তে সুখের নোঙরে।
তৃপ্ততা যে লেখেনি বিধাতা
এই অধমের ভালে!
শুধু এঁকে দিয়েছে দুঃখের বলিরেখা
অধমের কপালে।
নয়ন মেলে চেয়ে থাকি,
চাতকের ন্যায় তোমার পানে,
কখনও সুখ বৃষ্টি বর্ষন করো
আমার খরাচিত হৃদয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much