০২ ডিসেম্বর ২০২০

অরু চট্টোপাধ্যায় জাপানি কবিতার ভাবানুবাদ)



শীত এক রূপকথা

(জাপানি কবিতার ভাবানুবাদ) 


এই শীতে,হৃদয়কে উন্মুক্ত করেছো

কাছে এসো।

আমার হৃদয় আগুনের ব্যবহার 

ভালই শিখেছে।


২.তুমিছাড়া আর কেউ

এই রাত্রে,ফুলতোলা সুচারু দক্ষতায়,পারে?

ঝরার আগেই তুমি আহরণ করো,

ভালোবাসা মরেনা,ফুল মরে যায়।

৩.

যতই রাত্রি গভীর,

তোতোবেশি জাগরণ লিপি,

আমার পতন নিজে লিখে রাখি,

শীত জানে,তাকে ঘুম পাড়ানো

খুবই মুসকিল।


আমার কাঙালপনা,কবে যে মেটাবে?এই শীতে আতুর বসেথাকা,

তুমি এলে,এই শীতে স্নানহয়ে যাবে,

এমন পবিত্র আগুন,

ভিসুভিয়াস,আমাকে দেবেনা।

বরফ,একটা ছাতা হেঁটে চলে যায়,

আহা,তুষারের এই সাঁঝবেলা,

আহা আমি আছি।আমি আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much