০২ ডিসেম্বর ২০২০

ওমর ফারুক


কখনো জানতে চাওনি তুমি

চোখেতে চোখ রাখো এখনি,

ভালো লাগবে সর্বক্ষণই। 

অভিমান করে কেনো রয়েছো দূরে,

থাকতে পারবে কি আমাকে ছেড়ে।


তুমি কি এখনো জানতে চেয়েছো,

কতটা অশান্তিতে আছি আমি,

হৃদয়ের মাঝে যে বিস্ফোরণ

ঘটিয়েছো তুমি। 


তোমার ওই বিস্ফোরণে জ্বলে

পুড়ে ছাই,

তবু্ও তোমার কথা ভেবে ভেবে 

মনে শান্তি পাই।


জ্বেলেছ আগুন জ্বলেছি আমি

তবুও তুমি ভালো থেকো

প্রার্থনা করি আমি,


দোষ না করিয়া হয়েছি দোষী আমি।

মনের আনন্দে সর্বদা ঘুরে 

বেড়াচ্ছো তুমি। 


এটাই মনে হয় 

ভাগ্যে লেখা ছিলো আমার,

তাই তো তুমি করেছো বারে'বার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much