০২ ডিসেম্বর ২০২০

শামীম রেজা



মাতৃভুমি

কত সুন্দর আকাশ বাতাস

শান্ত নদীর ধারা, 

আর কোথাও পাবেনা খুঁজে

এই মাতৃভুমি ছাড়া।

এই দেশেতে জন্ম আমার

 সার্থক তাই আমি,

এই দেশ যে সবার সেরা

 প্রিয় মাতৃভুমি।

শিশির ভেজা সকাল বেলা

রৌদ্র মাখা দুপুর,

সন্ধ্যা বেলার সাঝ কুয়াশায়

 শান্ত জলের পুকুর।

রাত্রি বেলায় ডাহুক পাখি

 ডাকছে আপন মনে,

বাশিঁর সুরে মন যে কাঁড়ে

প্রেমিক প্রিয়জনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much