ক্ষমতার দাপট
জনগনের হক নষ্ট করে তুমি
উঠেছ এখন র্্যাঙ্কে
দেশের সম্পদ লুট করে তাই
পাঠাও সুইজ ব্যাংকে।
হিসেব করে রাখ নেতা তুমি
কড়ায় আর গন্ডায়
একদিন মজাটা টের পাবে
ধরবে যেদিন পান্ডায়।
কত রাঘব বোয়াল ধরা খেল
বড় শিকারীর জালে
তুমিও কিন্তু ছাড় পাবেনা ভাই
সঠিক সময় হলে।
যে জনতা তোমার কথা মত
আজ ওঠে আর বসে
সেই জনতাই একদিন দেখো
থাপ্পর মারবে কষে।
হাজার কোটি করেছ কামাই
ভাবনি আগে পিছে
ধরা পড়লেই বুঝবে তখন
টাকা পয়সা মিছে।
ক্ষমতার দাপট দেখিয়োনা
ওটা চিরস্থায়ী নয়
ইতিহাস বলে সকালে রাজা
সন্ধ্যায় ফকির হয়।
***********************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much