সভ্যতার সাক্ষী
বিশাল মনে তুই চলিস
নিজ তরঙ্গে কথা বলিস,
গগন রঙে সমুদ্র জল
প্রভু বিনা তোর বল !
আমার মনে আছে সেথা
থাকিস কেন তুই একা,
মানুষ সবাই তোর সাথে
সুখে দুখে করে দেখা ।
তোকে নিয়ে গর্ব হয়
কূল বিনা লাগে ভয়,
লোনা জলের গর্জন দেখি
তোর আঙ্গিনায় ঘুরে পাখি ।
বলবি তুই অহংকার ছেড়ে
মানুষ কেন মরে,
পৃথিবীর সৃষ্টির এই পযন্ত
আছিস তুই ঘরে ।
রাম রহিম সবাই দেখি
তোকে নিয়ে গায়,
অমৃত তুই হাজার সাক্ষী
স্মৃতির সন্ধান পায় ।
রাখিস মনে আমায় ক্ষণে
অতীত ছিল ভালো,
আধুনিকতার জনঝামে
অতিষ্ঠ রবির আলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much