স্বদেশ
কত সৌন্দর্য আর মাধুর্য
দেখতে লাগে বেশ,
সুজলা সুফলা শস্য - শ্যামলা
সোনার বাংলাদেশ।
শৈশব কৈশোর কাটছে মা'গো
তোমার'ই এই কোলে,
পেটের দায়ে দূর- প্রবাসে
থাকতে তোমায় ভুলে।
ভূমির কথা মনে হলে
ঝরে দুটি আঁখি,
আসতাম উড়ে তোমার কোলে
হতাম যদি পাখি।
সৌন্দর্যের এই লীলাভূমি
আমার প্রিয় স্বদেশ,
রূপের রাণী স্বদেশ ভূমি
গুণের নেই তো শেষ।
মন যে কাঁদে প্রাণ যে কাঁদে
মাতৃভূমির জন্য,
তোমার কোলে জন্ম নিয়ে
হলাম মা'গো ধন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much