রোদে ঢেউ লাগে
বিরহের আগুন ওড়ে মাঠের পর মাঠ
পৃথিবী যায় ঝলসে়,
ডানা ভাঙা আহত পাখির মত,
ছেঁড়া বিকেলের নিচে,কাশফুলের বনে।
রোদের ঢেউ লাগে, খবরের কাগজে
আঙ্গুলের ঠোঁটে উড়ন্ত চুম্বন দিয়ে বলে!
শেলাই করা নদীর তীরে
পারেনি বিরহ থাকতে লগ্ন
আহত পৃথিবীর মুখে ফোঁটাতে হাসি,
মিলনের মাঠে বেজে ছিল বাঁশি।
সাক্ষী ছিল,প্রসব সকাল শিশির কোনা
যেভাবে ভেঙেছিল উন্মাদনার ডানা।
আজ ও বোবা কান্না
পৃথিবীর পরতে পরতে,
ছাতার আকাশে ফানুস ওড়ায় কারা,
ইস্কুলের বেঞ্চ আজ সর্বহারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much