পরিত্যক্ত সুখের আলপনা
তুমি নিরন্তর প্রণয়ের সুখ খুঁজে বেড়াও
যেখানে আমি লিখে যাই নিঃস্ব বুকের কান্না
নতুন শিরোনামের শিহরণ খুঁজে পেয়েছো
তাই আমি আঁকি পরিত্যক্ত সুখের আলপনা
শতাব্দী পেড়িয়ে নতুন দিগন্ত ছুঁয়ে যাও
বাষ্পে ভাসে এই হৃদয়ের শব্দহীন চিৎকার
তোমার গল্পের নতুন নাম হয়েছে জানি
তাতে কী বা এসে যায় দুখের অববাহিকার।
অমাবস্যা নেমে আসে নিঃশ্বাসের তলদেশে
কুয়াশায় জমে যায় ভেতরে মোড়ানো আবেগ
তোমার মস্তিষ্ক জুড়ে অন্য স্মৃতি খেলা করে
তবে হারানো তোমাকে নিয়ে কিসের এই উদ্বেগ,
খোলা ডাইরিটা আজো একই ভাবে খুলে রাখি
শুধু পড়েনা তাতে ভালোবাসি শব্দের আঁচড়
যার নামে জন্ম নিয়েছে এই বুকে নিশ্চল ক্ষত
তার তরেই থাকুক আমার সমস্ত অনাগত প্রহর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much