০২ ডিসেম্বর ২০২০

জলি লায়লা


আশা লতা


আশা লতায়  কখন যেনো 

নিখুঁত করে ধরলো পঁচোন....

ছলনার বাগান জুড়ে কত রং-এর 

করুণার ফুল যে ফুটে অকারন ঝড়ে পারে। 


হৃদয়ের দেয়ালে কষ্ট দিয়ে 

নিষ্ঠুরতার আলতো হাতে নিখুঁত করে

আল্পনা আঁকে অবিরত

নিঃসঙ্গতা আকাশ ভরা 

হাহাকারের তারা জ্বলে.. 

কষ্টের দল বৃষ্টি রূপে ঝড়ে -ঝড়ে পারে 

দুঃখ বলে চোখ পাকিয়ে 

আমার সাথে থাকলে পরে-ও 

 হাসতে হবে কারণে -অকারণে 

 আশা লতায় ধরলো পঁচোন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much