০১ ডিসেম্বর ২০২০

শারমিন সুলতানা রীনা

 মৃত্যু মৃত্যু খেলা

মায়াবী রোদের লাবন্য গিয়েছে ঝরে

প্রদীপ নিভেছে তোমার নামটি ধরে

তোমার পথেই মিছিল বোঝাই নাও

এখনও কি তুমি আমার ছোঁয়াই পাও 

কোন সুরে বাঁধো জীবনের সারগাম 

কে মুছে দেয় ক্লান্ত দেহের ঘাম


আমিতো গিয়েছি জীবনের মানে ভুলে

জীবন মানে বুঝি  মৃত্যুর সহোদর

সম্পর্কের বাঁধনেও চিনিনা কে আপন কেবা পর


তোমার বাড়ির পাশেই  বেঁধেছি বাড়ি

সময় করে দেখে যেও তাড়াতাড়ি


আবারও কোথাও জমবে নতুন  মেলা

জীবনের সাথে খেলছি এখন মৃত্যু মৃত্যু খেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much