অভিমান
আজ প্রথমের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো
প্রথম ।
পৃথিবীর প্রথম ........
এই প্রথম নিয়ে মানুষের মধ্যে কত লড়াই
তবে সবসময় মানুষই কেনো ?
বোধহয় প্রথমের লড়াই পিপিলিকার মধ্যেও আছে .....
আচ্ছা বলতে পারো ,
পৃথিবীর প্রথম পাগল কে ?
অথবা
পৃথিবীতে যে মানুষটি প্রথম আত্মহত্যা করে
সে নারী না পুরুষ ?
অদ্ভুত প্রশ্ন তাই না ?
আজ প্রথমের ওপর একটু অভিমান হলো
কাঁপা হাতে তার উস্কোখুস্কো চুলে
বিলি কাটতে লাগলাম
মনে অজস্র প্রশ্ন !
বহিঃপ্রকাশ করতে ইচ্ছা করলো না
তার চোখে ভাসছিলো মায়ার চাদর
সে বললো ,
আমরা মায়াতেই জন্মেছি
মায়াতেই !
আমি বললাম
তোমার সাথে দেখা না হলে
জীবনটা হয়তো অন্যরকম হতে পারতো
প্রথম নির্বাক
শুধু তাকিয়ে থাকা ....
আর আমি ?
নাহঃ ......
পাল্টাতে পারলাম না নিজেকে
অভিমানে পুড়ে পুড়ে এক নতুন আমিকে
আবিষ্কার করলাম !
সেই আমির কাছে পেলাম আমার
সকল প্রশ্নের উত্তর
নিসঃঙ্গতা আজ আর আমায় স্পর্শ করতে পারে না
পৃথিবীর বুকে আজ আঁকলাম
আমার প্রথম আলপনা ।
ভালো লেখা
উত্তরমুছুনছুঁয়ে গেলো.....প্রথম ❤️
উত্তরমুছুন