ক্ষয়িষ্ণু সময়ের এই ব্যস্ততায়
আমরা হারিয়ে যাচ্ছি ক্রমশঃ;
প্রত্যাশার সবুজ ঘাস প্রতিনিয়ত পুড়ছে
হৃদয় অনলে;
ধূ-ধূ জমি,খাঁ-খাঁ মাঠ জল-শূন্য নদী
বর্ষার প্রতীক্ষায় চির প্রেয়সী।
পরাজয়ের মায়াবী বিষন্নতায়
দহনের কাল এসে উপস্থিত।
চিন্তার শব্দ পাঠ আজও রহস্যে ঘেরা,
নিদ্রা বিহীন রাত্রে বুক পুড়ে যাচ্ছে
দহন জ্বালায়।
মনে রাখার ক্ষণ টুকু তুমি
দিব্যি পার করে নিচ্ছ ,
তোমার সুললিত কথার চাতুর্যে !
রাত্রি জাগার পাঠ নিয়েছ আজ,,
লক্ষ্যহীন নিরুত্তাপকে সম্বল করে,
এই সব আবেগের মূল্য
অনিশ্চিত আধাঁরের ভেতর
লাভা স্রোত হয়ে উদ্গত হবে এক দিন;
আমার অপেক্ষা
সেই ক্ষণের…..........
যেদিন তুমি এসে আমার হাত দুটো ধরে বলবে.....
“আমি দেব জলের প্লাবণ তুমি দিও একটি নদী।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much