পরিমার্জিত
উপোসী স্বার্থ বোঝে, জিভে প্রেম বুঝে চলে পোষ্য,
আমার রেটিনা বোঝে স্মৃতি-পুজো অপয়া অজস্র।
প্রেমিকা আঙুল ধরে , ভালোবাসা আমাদেরই জন্য,
উল্লাসি অপঘাত চোখে ভাসে আয়না জঘন্য।
তরফে বরফ জমে, একাকার, তর্জমা ভাষাহীন
হৃদয় প্রণালী-প্রিয় বয়ে যায় ধোঁয়াশায় কী রঙিন!
বেহায়া দ্বীপের মতো প্রেমিকের এ পোশাক বেমানান
অবহেলা থইথই , এর-ই মাঝে ক্ষণিকের মোহ দান।
উপোসী স্বার্থ বোঝে, জিভে প্রেম বুঝে চলে পোষ্য
বেঁচে থাকা যতটুকু , তার বেশি বেঁচে থাকে নশ্বর
প্রেমের অঢেল কবি জল্পনা জবানীতে সংঘাত
কী যেন প্রমাণ হবে, অভিমান চেপে থাকে দাঁতে দাঁত
একদা নতুন প্রেম, ভুলচুক বেহিসেবী আমিও
শান্তি স্তিমিত হলে চাইব আবারো সুনামি হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much