আমি মনে মনে খুঁজে বেড়ায় সোনার মত মন,
মনের মানুষ পাইনা খুঁজে,ভিজাই চোখের কোন
ও মন, আমি মনের মানুষ কোথায় পাবো বল ;
এমন করে আর কতদিনের ঝরবে চোখের জল।
সোনার মনপবনের বসত ঘরে,আছেন মহারাজ,
সেই মনের ঘরে বসত করা,সেকি সহজ কাজ
সেই সোনার মনের মাঝে আমি গড়বো বসত ঘর,
আর ছুঁয়ে যাবো হৃদয় সোনার,সারা জীবন ভর।
শুধু ভালোবাসা'র ফল্গুধারা,ছড়িয়ে দেবো মনে,
তখন সুখপাখিটা উঠবে গেয়ে কাঠালচাঁপা'র বনে
সোনারমন যদি পায়, ফুলপরী'রা ভরবে ফুলের বন
সেদিন সেই খুশিতে লালকরবী রাঙিয়ে যাবে মন।
দিনের শেষে এই মনটা নিয়ে, করিস না আর ছল,
তুই মনের ভালোবাসা দিয়ে, মনের কথায় বল,
পাগল,সোনার মত মনটা ছোঁয়া এত সহজ নয়,
ওই মনের সাথে ভাব জমিয়ে, মনটা ছুঁতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much