অপারগতার গল্প
দূর জাভাপুঞ্জে কোন এক রাতে
চাঁদের স্নিগ্ধ আলোতে জ্যোৎস্নার ছায়ায়
নাকে লেগেছিলো লোবানের গন্ধ
হৃদয়ে মেখেছিলাম তাকে অশেষ আপ্লুত হয়ে,
উগ্র কামনার ঘ্রাণানুসরণে সে লোবান উড়ে গেলো
উঁচু বিদ্বেষপূর্ণ অট্টালিকায় ;
সে আর খোঁজ রাখেনি এই উন্মাদ প্রেমিকের !
আজকাল তাই এ সব অবাস্তবিক নাট্যের
অযথা বেখেয়ালি , আনমনা মঞ্চস্থের আনকোরা আয়োজনে,
বিধ্বস্ত মন আমার অঘোরে ঘুমায়
আমি পড়ে থাকি কঙ্কালসার এই বিছানায় কষ্টের আলিঙ্গনে।
নিজেকে লুকিয়ে আড়ালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much