সবার চেয়ে শান্ত আমি
খারাপ ছেলে নই,
আমার হাতে থাকে সদা
বিশাল বড় বই।
বাবা ভালো মা ও ভালো
আমি কি ভালো নই?
কেন আমায় ধরিয়ে দিলে
এতো গুলো বই!
ক'দিন বাদে কুজো বুড়ি
হব বইয়ের ভারে,
দুই তিনটে বই কি!
একা নিতে পারে?
সকাল বেলা স্কুলে যাও
মা আমাকে বলে,
পড়া দিতে না পারিলে
ম্যাডামে কান মলে।
বিশাল একটা অঙ্ক কশতে
দেয় আমাকে স্যারে
দুই আর একে দশ বলি
তার জন্য স্যার মারে।
সবার চেয়ে বেশি বলব
কম বলব ক্যান?
ওদের চেয়ে আমার কি
কম বুদ্ধি জ্ঞান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much