০১ ডিসেম্বর ২০২০

মোহাঃ নওশাদ আলম

মাটির সুঘ্রাণ

সোনা সোনা গন্ধ পাচ্ছি, স্বদেশ মাটির ঘ্রাণে,

সতেজ বাতাস লাগে- আমার নিস্তেজ প্রাণে।

জীবনের খাতা থেকে হারালো ন'মাস ঢের,

নিথর হৃদয় খানি, প্রাণ ফিরে পেলো ফের।


প্রতিটি মুহুর্তক্ষণে, এ মাটির স্বপ্ন দেখি,

আনমনে ঘুরে এসে, কত শত কাব্য লেখি।

মাটির ঢেলা কণায় স্মৃতির আবির ভাসে,

গোধূলির শান্ত রোদে সাদা মেঘ মিষ্টি হাসে।


সকল ক্লান্তি যাতনা এসে ভুলে যায় আমি,

জন্মভূমি মা জননী স্বর্ণ রাজ্য থেকে দামি।

শীতল সমীর ঢেউ খেলা করে উন্মুক্ত মাঠে,

মৌমাছির দল হয়ে ঘুরি আমি ভিন্ন ঘাটে।


নাড়ির মমতা টানে, ফিরে আসি মাতৃকোলে,

নিঃস্বার্থ ভালোবাসা  হৃদ নদে ঢেউ তোলে।

ফিরে পেয়েছি আমার শৈশবে কাটানো দিন,

মা-মাটি জননীর কাছে রয়েছে হাজার ঋণ।


কেমনে শোধ করিবো ঋণের বিশাল বোঝা,

প্রতি পদেপদে রোজ, মমতা ও স্নেহ খোঁজা।

মাটির সুঘ্রাণে মন  হয়েছে চঞ্চলা পাখি,

এলোমেলো সমীরণে,মেলেছে বিবিধ আঁখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much