২৫ ডিসেম্বর ২০২০

কবি সৈয়দা



হিরন্ময় সুখ


আজ কি আকাশ দেখ‌লে?

চোখ ঝাপসা হ‌লে অাকাশ মেঘাচ্ছন্ন ঠে‌কে

‌রে‌লি‌ঙে চিবুক ঠে‌কি‌য়ে বৃ‌ষ্টি বিন্দু মু‌খে মে‌খেছি,জা‌নো।

আহ্ , আহা মন ছলছল দী‌ঘির মৌনতায় ডু‌বে‌ছি

আজ একবা‌রো কি ডা‌য়েরীর পাতাটা কো‌লে নি‌য়ে ময়ূরের পালক ছুঁ‌য়ে‌ছি‌লে?

কি হ‌বে ,স্মৃ‌তির ঝলক তু‌লে এনে ঝু‌লি‌তে ভ‌রে


ঝর্নার জ‌লে মুখ তু‌লে চোখ ভি‌জি‌য়ে‌ছি ,‌শো‌নো।

ম‌নে হ‌চ্ছি‌লো ডু‌বে যা‌চ্ছি ,ডু‌বে যা‌চ্ছি অতল গভী‌রে 


আজ কি হ‌লো এরপর ,ব‌লি আসো

 থাক ,ব‌লে ত‌বে কি হ‌বে? শুন‌বেনা । বড্ড আনমনা হ‌য়ে‌ছো । কি ভা‌বো অমন ,ব‌লো‌তো।


‌দেখ‌ছোনা লি‌খে রে‌খে‌ছি তন্ময়তা বু‌কের হিরন্ময় তটভূ‌মি‌তে,‌

যেখানটা‌তে বুনন ক‌রে গে‌লে মে‌ঘের ঘনঘটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much