শপথ নিন
মানবিকতা ধুলায় গড়ায়
মনুষ্যত্ব খায় খাবি,
মানুষের আচরণ দর্শনে
পশুত্বে যাবে ভাবি৷
সীমান্তে সংগ্রামের হুঙ্কার
বাতাসে বারুদের গন্ধ,
জাগুক মনুষ্যত্ব মূল্যবোধ
রক্তপাত হোক বন্ধ৷
আমরা সকল মানুষ জন
মূল্যবোধের পাঠ নেব
আদর্শবান মানুষ গড়তে
সঠিক দিশা দেব৷
ভাবছেন দেরি হয়ে গেছে
হোক না দেরি বন্ধু,
মানুষের মত মানুষ গড়তে
লঙ্ঘিব বাধার সিন্ধু৷
আগামী দিনে মানুষ গড়তে
শপথ নিন আজ,
শিক্ষক বন্ধুরা শুরু করুণ
মানুষ গড়ার কাজ৷
পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ
ভুললে চলবেনা ভাই,
আসুন আমার মানুষ বন্ধু
মনুষ্যত্বের গান গাই৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much