২৫ ডিসেম্বর ২০২০

ওয়াহিদা খাতুন



বড়োদিন


বড়োদিনের ছুটি

খেলবো লুটোপুটি ;

মণ্ডামিঠাই গজা

হবে ভীষণ মজা;

পড়াশুনা নাই

আনন্দে গান গাই;

মনের সুখে গাবো

ব্রিটানি কেক খাবো ;

মোটরশুঁটি কড়াই

গরম লুচির লড়াই!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much