পাঁজরের হাড়
আমি পূর্ণিমা
মৃদু আলোর রানী ভরা জ্যোৎস্না,
ধারকৃত পাঁজরের হাড়।
ধূসর কালো কার্পেটের বুকে আমার
সকল প্রোজ্জলিত এক গ্রহ
উজ্জ্বলতা সবি তোমার।
তাই বলে কি তুমি চেয়েছিলে?
পূর্ণিমা হয়ে আলো দিয়ে যাবো আর
ক্ষয়ে যাবে অমাবস্যায়।
এক চিমটি আদরের লোভ
মেঘের ঢেউ এসে করে কান্নায় কলরব।
সন্ধ্যা বাতির আলো হয়ে আসি ভোরের ঘোর
অবধি জ্বলে আমার ভালোবাসার জ্যোতি।
অবশেষে মৃদু আলোর ভরা পূর্ণিমা দীর্ঘশ্বাস
ফেলে হারিয়ে যায় আরেকটি শূন্যতার রাত্রি।
তবুও তুমি বুঝলে না,,,
আমি যে তোমার ধারকৃত পাঁজরের হাড়
স্বর্গীয় নিখুঁত শিল্পে বানানো দুই আত্মার
ভালোবাসার সাথী।
অসাধারণ কবির প্রকাশভঙ্গী। দোয়া রইলো।
উত্তরমুছুন