২৫ ডিসেম্বর ২০২০

ওয়াসিম খান



পথিক 


পথিক ছুটে অজানা পথে 

কিসের এতো তাড়া?

থমকে পথে হঠাৎ ভাবে 

ঠিকানা তার তো হারা ।


পিছনে ফিরে তাকাই দুরে 

কিসের এতো মায়া?

শূন্য পথে পথিক একা

দেখে নাকো কারো ছায়া ।


দুপুর বেলা কিসের টানে 

কান্দে কেন মন?

পথিক মনে চৈতী বায়ে

পোড়ায় সারা ফাগুন।


দিবস শেষে পথিক পথে 

অকারনে সে হাসে।

ঝড়ের রাতে চাঁদটি খোঁজে 

বৃথাই হিসাব কষে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much