২৫ ডিসেম্বর ২০২০

পরাণ মাঝি



শিরোনামহীন


হয়ত জেনে গেছে পাখি সজনের স্বাদ 

অভিজ্ঞতার ফসলের ধারা উপধারা সব উন্মাদ।


শাবককে তাই ডানায় ঢেকেছে, বন্ধ দরজা, বুকের ভেতর ডুব সাঁতার,

সাদা খাতায় তাই মাটি খুঁড়ে সাজাচ্ছি আক্ষরিক কবর ।


লকলক করে বেড়ে ওঠা পংক্তিরা শিরোনামহীন ---


ঋণ বাড়লেও পা রেখেছি সবুজ ঘাসে, 

প্রতিক্ষারা হাঁটু মুড়ে বসে আছে 

                     এ জীবন্ত শবের চারপাশে।  


চূর্ণী নদীর  জলে ভাসিয়ে দিলাম আজ হৃদয়ে  যা ছিল সবি তা,

তুমি ভালো থেকো রক্তিমা , ভালোবেসো শ্রেয়সী কবিতা !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much