মা তুমি
মা তুমি সতি সাধ্য তুমি অর্ণপূর্ণা
তুমি জন্মধাত্রীর গর্ভধারণী মা
তুমি নচিকেতা তুমি অন্নেশ্বা।
তুমি নির্যাতিত তুমি দেশের অহংকার।
তুমি স্নিগ্ধ মায়াবিনি শরৎ এ উড়া
শান্তির প্রতীক
তুমি অশ্ব তুমি তপস্যা আবার তুমি পূর্ণিমা
রাতের চাঁদ।
তোমার যেমন নাম যশ আছে তেমনি আছে
তোমার বদনাম
শত্রুদের দমন করে হয়েছো তুমি অম্লান।
পিতার অহংকার তুমি তেমনি সবার
চোখে জয়তী
স্বামীর ঘরে হয়েছো রমণী
ক্ষণে ক্ষণে বাদলের ধারায় বদলে যায় নাম
তুমি ছাড়া অচল পুরুষ তবু ও পাবেনা
কখন ও দাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much