২৫ ডিসেম্বর ২০২০

মুন চক্রবর্তী

 


শিশিরে শিশিরে


কবিতা আবৃত্তি হলে শব্দ সুন্দর হয়ে উঠে

অপেক্ষার সকাল শিশিরের আলতো ছোঁয়ায় ঘাস প্রাণ  পেয়ে থাকে

শিশিরের বিশাল রাতের কথা জানে শুধু দারিদ্রতা

মূখের আর্দ্রতা মেটাতে বিশাল আয়োজন পার্লরে।

এই শিশিরের শুভ্রকান্তিতে ভূস্বর্গ সেজে উঠে আলাপনে

হলুদ ফ্রকের বাহারিতে শস্য পূর্ণ বসুন্ধরা

পাকা ধানের আইল ধরে ছেঁড়া ফ্রকেরা বেপরোয়া

দুটি শালিক আর চড়ুইয়ের মাতামাতি রৌদ্দুরে

শিশিরে শিশিরে জমে থাকা চোখের জল দারিদ্রতা।

সকাল জানান দেয় দু’টি রুটির তাগিদ পথে প্রান্তরে 

বিলাসিতায় ডাইনিং টেবিলে বাহারী শিশির

পাহাড়ি নেমে আসে কমলার বনে শিশিরে শিশিরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much