০২ ডিসেম্বর ২০২০

নাজনীন নাহার



অপেক্ষা

 বছর, কতটা মাস,

কতদিন চলে গেছে তার হিসেব রাখিনি, 

তোমার এক পৃথিবী ভালোবাসাকে আঁকড়ে ধরে

যে সমুদ্রকে ছুঁয়ে দিতে চেয়েছিলাম;

সময়ের সীমানায় ফিরে দেখি 

এখনো নদীর কূলে দাঁড়িয়ে, 

যেখানে বিগত দিনগুলো কেবলি বসে রইলাম 

ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে সুখের জোয়ারে

তোমাকে ভাসিয়ে রাখবো বলে।

কিন্তু নদীতে জোয়ার কোথায় যে 

স্রোতে ভেসে ছুঁয়ে দেবো সমুদ্রকে, 

মাঝে মাঝে দূর নীলিমায় তাকিয়ে দেখি

ছুটে বেড়ায় মেঘ হরিণী নীল আকাশের

অচেনা বাঁকে;

হঠাৎ এক পশলা বৃষ্টি ঝমঝমিয়ে নামে

তাতে অবশ্য উছল হয় নদীর শরীর কিন্তু 

জোয়ার আসে না, মেঘবালিকা কোথায় 

যেন ছুটে পালায়।

আবার তৃষ্ণায় কাতর হয়ে পড়ে নদীর চর

জানিনা এভাবে আর কত বছরের 

মুখোমুখি হতে হবে আমায়।

1 টি মন্তব্য:

thank you so much