১৫ ডিসেম্বর ২০২০

মনি জামান



স্বপ্ন নীড়

 


আজ হৃদয় হৃদয়ে হোক আলিঙ্গন,

মন মনের কথা ভাবুক সারাক্ষণ।

স্বপ্ন পুরনের ইচ্ছের কথা আমাদের ভালোবাসার কথা,

নির্জনতায় স্বপ্ন সুখ বুনে যায় যাক 

না প্রেম।

নীলিমা ছড়াক কিছু রঙ আকাশ 

হোক রঙিন,

জ্যোৎস্না ছড়াক আলো মেঘের কার্নিশে ছায়াপথে হোক চাঁদ তারার গোপন আলাপন।

প্রজাপতি পাখনা মেলুক বসন্তে 

ফুটক কিছু ফুল,

তারপর না হয় বাবুই পাখির শিল্প 

কর্মে গড়ুে উঠুক ছোট্ট একটি স্বপ্ন 

নীড়।

বর্ণচোরা প্রেম হয়ে উঠুক আজ তিলোত্তমা,

শব্দ কন্যারা হয়ে উঠুক সক্রিয়।

তারপর অপেক্ষা কষ্টকে অতিক্রম 

করে কাছে টানুক সব ভালোবাসা,

সব কষ্টের বিসর্জন হোক প্রেম স্পর্শে।

শিল্পি তার রঙতুলির আঁচড়ে পূর্ণতা 

দিক তার শিল্প কর্মের,

তারপর ছুঁয়ে যায় যাক না দু'জনের 

বিরহী তনুমন।

তারপর হয় হোকনা একটা রঙধনু,

আকাশ মেঘকে কাছে টানুক নিবিড় করে।

বৃষ্টি ভিজাক মাটি তারপর না হয় 

দুজনে হবো চির সবুজ,

যেখানে প্রেম হয় বৃষ্টি আর মাটির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much