১৫ ডিসেম্বর ২০২০

ফাহমিদা ইয়াসমিন




বাংলাদেশ


মায়ের মুখে ছিলো

সন্তান হারা শোক

বাবার মুখে ছিলো

কত যে আর্তনাদ

ভাইয়ের শপথ ছিলো

মুক্তি চাই শুধু মুক্তি চাই

প্রিয় স্বাধীনতা আমার।

কালোরাত দূর হয়ে জেগেছিলো আলো

স্বাধীনতা তুমি বড়ই বেদনার

এই সেই কাল রাত

মুছেনি আজো যার হাহাকার।


কতযে লাশ আর রক্তে ভেসেছিলো স্বদেশ আমার

হায়েনাদের বুলেটে

স্বাধীনতা তুমি সেই সবুজ পাতা

আমার কবিতার খাতা

যেখানে শ্রেষ্ঠ কবিতার নাম বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much