১৫ ডিসেম্বর ২০২০

এস. এ. তালুকদার



ভয় নেই হারানোর 


নির্লোভ ভালোবাসায় হারানোর নাহি ভয়

হাজার মাইল দুরে গেলেও

হৃদয়ের অলিন্দে সৃষ্ট ভালোবাসা

জাগ্রত রয় __

কাউকে ভালোবাসা মনের স্বাধীনতা

ভালোবাসা পাবার আশা

ভিন্ন হৃদয়ের মর্জি,

আমার ভালোবাসা বিরহহীন

নীর্মল সুখে ভরা__

প্রিয়ার স্বরুপ আমি নব সাজে

হৃদয় দিয়ে গড়ি

কল্পলোকে অভিসারে

ভাসাই প্রেমের তরী,

নির্লোভ ভালোবাসা যার

হারানোর ভয় নেই তার__

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much