মন
প্রতিহিংসার আগুনে তুমি সারা জীবন জ্বলবে!
তুমি আমার পথের কাঁটা ঝাড় জঙ্গল উপড়ে দিলাম ছুড়ে ,
পথ পেয়েছি খুঁজে।
সব আনন্দের উর্রদ্ধে আমি এখন চাই যারে অন্তরে ,
সে আমাকে দেয়না ধরা,
মোর ভাবনা থাকে তাকে ঘিরে ,
সর্বদা থাকে সে আমার হৃদয় জুড়ে ,
গোধুলীর এই শেষ বেলাতে হাঁটছি
পিছল সরু পথে !
পা পিছলে না যাই যেন পড়ে!
রুহটাকে বস করেছি না যাই যেন ফসকে,
জীর্ণ শীর্ণ হয়ে পড়ে ছিল হ্নদয়ের এক কোণে !
এখন সে মোটা তাজা আমার কথাই উঠা বসা,
আমাকে সে মানে!
কষ্টে শিষ্টে ভালো আছি আমরা দুজনে,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much