১৫ ডিসেম্বর ২০২০

শাহারা খান




শত্রুমুক্ত দেশ


লাল সবুজের ঐ বিজয় নিশান,

উড়ছে বাতাসে পত পত করে।

বিজয়ের ঐ নিশান আনতে,

কত প্রাণ গেলো অকালে ঝরে।


বাবা হারালো স্নেহের সন্তান,

বোন হারালো স্বামী।

পুত্র শোকে কাতর মাতা,

আজও কাঁদে দিবস যামি।


ইজ্জত হারিয়ে কত মা,বোন,

হলো যে বীরাঙ্গনা।

কত মজুর হারালো ভিটা,

নেইকো কারো অজানা।


জীবন বাজী রেখে যারা,

করলো দেশকে স্বাধীন,

তাদের কথা কেমনে ভুলবো,

কেমনে শুধিবো তাদের ঋণ?


মরেও তারা হয়েছে অমর,

জানাই তাদেরে সন্মান।

ইতিহাসের পাতায় লেখা রবে,

তাদের স্মৃতি চির অম্লান।


আজকে মোরা স্বাধীন ভাবে,

হাঁটছি শত্রুমুক্ত দেশে।

দেশের কল্যানে ব্রথ হয়ে,

মরবো দেশকে ভালোবেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much