সংশয়
ওপাশে কে আছ যে তোমার কাছে চেনাজানা
এপাশে হাজার চোখের ভীড় আমার অচেনা।
ওপাশে সরব আলো আঁধারের ফাঁকে ফাঁকে
এপাশে মন হাসে নীরব অভিমানী সুর আঁকে।
ওপাশে আকাশটা শ-বর্ণ পেখমে নীল ছড়ায়
এপাশে পাতালপুরের ডাক হাঁকে চিরনিদ্রায়।
ওপাশে মন উল্লাসে হাসে সুখের কানাকানি
এপাশে কে ধেয়ে আসে অশুভ শোকের বাণী।
ওপাশে দ্বীপ জ্বেলে রয় দিন আলো দেয় চাঁদে
এপাশে এ কিসের অতো বিদগ্ধ মুখোশ কাঁদে।
ওপাশে এতো কি গুঞ্জন বেঁহুশের কানাকানি
এপাশে এতো সুধা তবু না পাওয়ার হাতছানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much