১৫ ডিসেম্বর ২০২০

সৌগত রাণা কবিয়াল



বায়োস্কোপ


আজকাল হাতের দশ আঙুলের দশ ইচ্ছে ! 

বেচারা কব্জিসন্ধির হয়েছে বিশাল জ্বালা ,

তাহলে একবার ভাবো তো,

মন শরীরের কি হাল ? 

চারপাশে পেটমোটা ইঁদুরের থৈথৈ উচ্ছ্বাস,

কে রাখে পাড়ার চায়ের দোকানের

কালো ছেলেটির খবর ?

কালো ছেলেটারও একটা 

বুক হৈচৈ জীবন ছিলো,

কিন্তু ঐযে যেদিন থেকে 

ওর দশ আঙ্গুলের ইচ্ছে ফুটলো,

সেদিন থেকেই, ছেলেটার পেটে জল জমছে !

জলের গন্ধ কতো রকম,

যে যখন চাচ্ছে যেমন ! 

গন্ধগুলোরও আজকাল মরণ দশা,

মানুষের যে আজকাল বড্ড সুখের নেশা ! 

এই শহরে সবাই রাজা,

দশ আঙ্গুলের ইচ্ছে রাজা !

শুধু ঐ কালো ছেলেটার সবুজ মাঠের

রংবেরং এর ফড়িংগুলো,

একা হয়েই বেঁচে রইলো !

কাঠবিড়ালের মন নিয়ে 

সব সবুজগুলো ধূসর হলো ,

সুখি হতে হয় বলে

শহরবাসী সুখী হলো,

কি দারুণ সুখী হলো,

আহা,মলো,মলো,মলো,মলো...

                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much