১৭ ডিসেম্বর ২০২০

মো.শফিকুল ইসলাম শফিক



বিজয় মানে


বিজয় মানে,

নিপীড়িত সম্ভ্রমহারা নারী

বিজয় মানে,

রক্তিমরাঙা শত শবের সারি।

বিজয় মানে,

কাফনবস্ত্রে রাঙা রঙিন সাজ

বিজয় মানে,

অন্তীম মুক্তি কেতন মুকুট রাজ।


বিজয় মানে,

পিতাহারা মাতৃমনের বেদন

বিজয় মানে,

সত্যের মুক্তি চিরো অমর চেতন;

বিজয় মানে,

পীড়নধ্বংসে অপশক্তির নাশ

বিজয় মানে,

ভয়হীন ইচ্ছে স্বাধীন ফেলা শ্বাস।


বিজয় মানে,

বোনের কন্দন অশ্রু মুচন যন্ত্র

বিজয় মানে,

নিজঅধিকার ফলানোর এক মন্ত্র।

বিজয় মানে,

স্বক্ষমতা বুঝে নেওয়া বীর;

বিজয় মানে,

অকতোভয় বসতস্বর্গ নীড়।

২টি মন্তব্য:

  1. আন্তরিক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় সম্পাদক দাদা ভাইকে আমার লেখা বিজয় মানে কবিতাখানি প্রকাশ করার জন্য।

    উত্তরমুছুন

thank you so much