১৭ ডিসেম্বর ২০২০

সেলিনা আহমেদ



স্বাদের বিজয় 


বিজয় বিজয় বিজয় 

আজ চারদিকে বিজয়ের উল্লাস। 

উল্লাসে উল্লাসিত আজ পুরো বাংলাদেশ । 


জাগো মানুষ জাগো

ভেঙে ফেলো হিংসার দেওয়াল

সব ব্যবধান ভুলে গিয়ে, বিজয়ের 

নিশান উড়িয়ে, মুক্তির স্বাদ নাও।


ঘরে ঘরে আজ আনন্দের জোয়ার, 

তোমাকে ফিরে পাওয়ায় হে স্বাধীনতার বিজয় । 

লাল সবুজে সেজেছে, বাড়ি অফিস, আদালত। 


মা তোমার শঙ্কা কেনো আজ?

টগবগিয়ে খুন ছুটছে ধেয়ে 

লাল-সবুজের পতাকা হাতে 

নবীন প্রবীন, কৃষক, মজুর সবে। 


মা,আজ অন্ধকারে নেই তো কেউ 

আলোর মশাল হাতে প্রতি ঘরে ঘরে। 

তোমার যোগ্য উত্তরসুরী রয়েছে পথ চেয়ে,

 হবে হবে জয়,নেই কোন ভয়।


মা তুমি পরিপূর্ণ, 

তোমার দেশ আর 

নয়তো কারো অধীনে।

রয়েছে আজও 

কেউ কেউ তোমার 

নিন্দুকের দলে। 

ভয় কি মা? 

নিন্দুকেরা আছে বলে,

আমাদের সবার সজাগ দৃষ্টি। 


আজ এই বিজয় দিবসে

 সবাই একসঙ্গে বলি,

এদেশ আমার, এদেশ তোমার, এদেশ লাখো শহীদের। 

বিজয় বাংলাদেশের,

আমাদের বাংলার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much